কচুয়ায় হামলাকারী আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ
চাঁদপুরের কচুয়া উপজেলার ফতেবাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে চাচার পেটে আপন ভাতিজা ছুরিকাঘাতসহ অন্ততঃ ১০ জন আহত হয়। এ ঘটনায় ওই মামলার আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মঙ্গলবার বিকেলে উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের ফতেবাপুর গ্রামে ভুক্তভূগী পরিবার ও এলাকাবাসী মানববন্ধন কমৃসুচী পালন করেন। এলাকার অসংখ্য নারী-পুরুষ অংশ গ্রহন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার ফতেবাপুর গ্রামের বিল্লাল হোসেন ও ফয়েজ আহমেদ গংদের সাথে দীর্ঘদিন জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। ১৪ অক্টোবর মঙ্গলবার বিল্লাল হোসেন এর বাড়ি সংলগ্ন জায়গায় ফয়েজ আহমেদ গংরা ঘর তুলতে যায়। এ সময় উভয়ের মধ্যে তর্কের এক পর্যায়ে শুক্কুর আলী তার চাচা ফয়েজ আহমেদে’র তলপেটে ছুরিকাঘাত করে। ছুরিটি (টেটা) পেটে দিয়ে ঢুকে পিঠে দিয়ে বের হয়। তাকে দ্রুত উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাছড়াও হামলায় আরো ১০ জন আহত হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষে আব্দুল মান্নান বাদী হয়ে ৪ জনকে আসামী করে ওই দিন রাতে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ৯ দিনেও পুলিশ কোন আসামী গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এসময় বক্তরা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার করে তাদের শাস্তির দাবি জানান। বর্তমানে হামলাকারীরা বাদী পরিবারকে মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকী ও ভয়ভীতি দেখাচ্ছেন বলে দাবী করেন।
এ বিষয়ে কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন,কচুয়ার ফতেবাপুর গ্রামে হামলার ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২১ অক্টোবর ২০২৫