চাঁদপুরের কচুয়া বঙ্গবন্ধু সরকারী কলেজের সহযোগী অধ্যাপক (অব:) এবিএম মাসুম বিল্লাহ সিদ্দিকীর উপর হামলার ঘটনায় হামলা কারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে ওই কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। মঙ্গলবার কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে কলেজ গেইটে এ প্রতিবাদ সভা করা হয়।
প্রতিবাদ সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মো. জাকির উল্লাহ শাজুলী বলেন, কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের নামে তুলপাই মৌজায় প্রায় ২ একর সম্পত্তি রয়েছে। ওই সম্পত্তি নিজেদের দাবী করে ২০২১ সালে তুলপাই গ্রামের হাফেজ আহমেদ গংরা চাঁদপুরের বিজ্ঞ আদালতে একটি ষড়যন্ত্রমূলক মামলা করেন। যার নং ৩৬৭/২০২১ ইং। ওই মামলার ঘটনায় সোমবার আমরা চাঁদপুর আদালতে শুনানীতে অংশগ্রহন শেষে বাড়ি ফেরার পথে আদালত এলাকায় পৌছলে মামলার বাদী হাফেজ আহমেদ, ফারুক আহমেদ, মোক্তার হোসেনসহ ৬/৭ জন মিলে সহযোগী অধ্যাপক এবিএম মাসুম বিল্লাহ সিদ্দিকীর উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীগন হামলাকারীদের দ্রুত শাস্তি ও গ্রেফতারের দাবী জানান।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১২ নভেম্বর ২০২৪