চাঁদপুরের কচুয়া উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা ও বিশিষ্ট হা-ডু-ডু খেলোয়ার মো. লিটন দর্জি আর বেচেঁ নেই ( ইন্নালি…… রাজিউন)। তিনি শুক্রবার সকাল সোয়া ৯ টার দিকে ঢাকার তার নিজ বাসায় অসুস্থ্য জনিত কারেন শেষ নি:স্বাস ত্যাগ করেন। ওই দিন বাদ আসর জানাজা শেষে মরহুমের লাশ উপজেলার হরিপুর গ্রামের পারিবারিবক করবস্থানে দাফন করা হয়।
মৃতুকালে কালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর। মৃতুকালে তিনি ১ ছেলে ৪ ভাইসহ বহুগুন গ্রাহী রেখে গেছেন ও তার প্রয়াত বাবা ছিদ্দিকুর রহমান দর্জি বিতারা ইউপি’র সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি এলাকার মানুষের সাথে সর্বদা হাসি মুখে কথা বলতেন ও মিশুক মনের মানুষ ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২২ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur