Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় হাঁস মার্কায় ভোট চেয়ে কুলসুমা আক্তারের উঠান বৈঠক
ভোট

কচুয়ায় হাঁস মার্কায় ভোট চেয়ে কুলসুমা আক্তারের উঠান বৈঠক

কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী হাঁস মার্কায় ভোট চেয়ে নারীদের সাথে উঠান বৈঠক করেছেন বীর মুক্তিযোদ্ধার সন্তান মোসা. কুলসুমা আক্তার। বৃহস্পতিবার সকালে বিতারা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চাংপুর ডাক্তার বাড়িতে নারী ভোটারদের নিয়ে এ উঠান বৈঠক করা হয়।

এসময় হাঁস মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধার সন্তান কুলসুমা আক্তার বলেন, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আমার পরিবারে ৬ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। তাঁরা নিজেদের জীবনের চিন্তা না করে দেশের স্বাধীনতা এনেছেন। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে চাওয়া পাওয়ার কিছু নেই। আপনাাদের মুল্যবান ভোটে কচুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে নারীদের কল্যাণে কাজ করবো। এজন্য আগামী ৫ জুন সারাদিন সকলে মিলে একটি করে হাঁস মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। উঠান বৈঠকে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক মো. সালাউদ্দিন মজুমদার, সমাজসেবক সওকত হোসেন প্রধান, বিতারা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নবীর হোসেন প্রমুখ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩০ মে ২০২৪