চাঁদপুরের কচুয়ায় সামাজিক যুব সংগঠন আলোর মশালের ও সোনার বাংলা সাহিত্য পাঠাগারের আয়োজনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকার হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার চাংপুর গ্রামে সোনার বাংলা সাহিত্য পাঠাগার কার্যালয়ে আলোর মশাল যুব সংগঠন,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী লালমনিরহাট জেলা কমান্ড্যান্ট মো. মইনুল ইসলাম মজুমদার ও প্রবাসী মামুনুর রশিদের সহযোগিতায় প্রায় শতাধিক পরিবারের মাঝে লুঙ্গি,শাড়ি ও সেমাই চিনি উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সোনার বাংলা সাহিত্য পাঠাগারের সভাপতি জিসান আহমেদ নান্নুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি সদস্য শরীফুল ইসলাম সরকার।
বক্তব্য রাখেন, পালাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম,আলোর মশালের উপদেষ্টা ওমর খৈয়ম বাগদাদী রুমি, সভাপতি ওমর ফারুক সাইম,বিতারা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৮ এপ্রিল ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur