কচুয়ায় স্মরনকালের সেরা জনসভা করতে চায় উত্তরাঞ্চলীয় বিএনপি

কচুয়া উপজেলার সাচার উচ্চ বিদ্যালয়ে উত্তরাঞ্চলীয় বিএনপির মহাসমাবেশ শনিবার অনুষ্ঠিত হবে। রাত পোহালেই বিশাল এই সমাবেশকে ঘিরে সর্বশেষ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপির আয়োজক নেতৃবৃন্দ। বিশেষ করে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের পোষ্টার ও ব্যানারে ব্যানারে ছেয়ে গেছে পুরো এলাকা।

বৃহস্পতিবার অনুষ্ঠানের মাঠ পরিদর্শন শেষে এ জনসভা নিয়ে সর্বশেষ বিবৃতি দেন জনসভা বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক মোঃ ইউসুফ মিয়াজী ও সদস্য সচিব এডভোকেট মোঃ নজরুল ইসলাম। এসময় তারা বলেন দীর্ঘ ১৭ বছর পর শনিবার সাচার উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহসানুল হক মিলনের জনসভায় জনসমূদ্রে রূপান্তর করা হবে। বিশেষ করে ওই দিন প্রিয় নেতা এহসানুল হক মিলনকে এক নজর দেখার জন্য নেতাকর্মীসহ এলাকার সকলেই ঘরে বসে না থেকে জনসভায় উপস্থিত হবে।

এসময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল প্রধান জালাল, কচুয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম মজুমদার, সহ সাধারণ সম্পাদক মোজাম্মেল হক লিটন, মালয়েশিয়া যুবদলের সিনিয়র সহসভাপতি মোঃ রাসেল পাটোয়ারী, কচুয়া উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোঃ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিন পাটোয়ারী, কচুয়া পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজমুদার, সাচার ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন আখন্দ বিতারা পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মতিন মোল্লা, পাথৈর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মোঃ গোফরানুল হক, বিএনপি নেতা জসীম উদ্দীন মাষ্টার, সাচার ডায়মন্ড হসপিটারের পরিচালক মোঃ সফিকুল ইসলাম সবু, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল প্রধান আবেগ, সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম রনি, সহ-সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান জুয়েল, বিতারা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার পাটোয়ারীসহ আরো অনেকে।

পরে নেতাকর্মীরা সাচার উচ্চ বিদ্যালয়ের ফটক থেকে মিছিল বের করে সাচার বাজার প্রদক্ষিন করেন। এসময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২ জানুয়ারি ২০২৪

Share