কচুয়ায় স্বামীর সাথে অভিমানে গৃহবধূর আত্ম-হত্যা

চাঁদপুরের কচুয়ার শাসনখোলা গ্রামে মাহমুদা আক্তার (২৫) নামে এক গৃহবধূ স্বামী পরিবারের সদস্যদের সাথে অভিমান করে শনিবার রাতে কেরির ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। মাহমুদা আক্তার ওই গ্রামের আবুল কালামের মেয়ে, তার স্বামী ইসরাফিল আলম মতলব দক্ষিণ উপজেলার হরিদাসপাড়ার আব্দুস সামাদের ছেলে।

গৃহবধূর বাবা আবুল কালাম জানান, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মাহমুদা আক্তার ও ইসরাফিল আলমের সাথে পারিবারিক ভাবে বিবাহ হয়। বিয়ের পর থেকে মাহমুদা ও ইসরাফিল আলমের সাথে পারিবারিক কলহের জের শুরু হয়। তার মাঝে তাদের ঘরে দুটি কন্যা সন্তান জম্ম নেয়। তার পর মাহমুদার উপর অত্যাচারের মাত্রা বেড়ে যায়। মাহমুদার স্বামী ইসরাফিল আলম কাউকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন।

এক পর্যায়ে মাহমুদা আক্তারকে ডিভোর্স দিয়ে তার স্বামী। পরবর্তীতে মাহমুদা আক্তার দুটি সন্তানের মায়ায় ইসরাফিল আলমকে পুনরায় বিবাহ কথা বললে তার স্বামী যৌতক দাবি করেন। পরে ২ লক্ষ ৮০ হাজার টাকার যৌতুকের বিনিময়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/নোটারী পাবলিক আদালতের মাধ্যমে পুনরায় বিবাহ হয়। হঠাৎ ৩১ সেপ্টেম্বর মাহমুদা আক্তারকে কিছু না বলে বিদেশে পাড়ি দেয় ইসরাফিল। বিদেশে যাওয়ার পর ইসরাফিলের সাথে মাহমুদার মুঠোফোনে কথা কাটাকাটি হওয়ার শনিবার রাতে সকলের অগোচরে গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে নিহতার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাহমুদা আক্তারের পরিবার পক্ষ থেকে আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের প্রস্তুতি চলছে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৩ নভেম্বর ২০২৫