চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার দক্ষিন বাজারে কোনো প্রকার প্রচার প্রচারনা ছাড়াই নিরবে-নিভৃতে সাধারন মানুষের প্রাথমিক চক্ষু চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন, সাচার ভিশন সেন্টার। অরবিস ইন্টারন্যাশনাল, আমেরিকার সহযোগিতায় ও চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের একটি সেবা কেন্দ্র হিসেবে প্রায় ২ বছর ধরে এ অঞ্চলের অসহায়, গরীব ও সাধারন মানুষের বিভিন্ন প্রকার লেন্স সংযোজন, স্থানীয় অপারেশন, চক্ষু চিকিৎসা, চোখের পরীক্ষা-নিরীক্ষাসহ বিনামূল্যে ঔষধ ও চশমা প্রদানসহ টেলিমেডিসিনের মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে আসছেন।
রোববার সাচার সেন্ট্রাল হাসপাতাল সংলগ্ন সাচার ভিশন সেন্টারে গিয়ে জানা যায়, এ হাসপাতালে শুক্রবার ব্যতিত প্রতিদিন সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত ৩০ টাকার স্বল্পমূল্যে প্রাথমিক চক্ষু চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। চিকিৎসা সেবা নিতে আসা কয়েকজন সেবা গ্রহীতা জানান, কম খরচে হাতের কাছে উন্নত চক্ষু চিকিৎসা সেবা পাওয়ায় আমরা সবসময় এখানে চিকিৎসা নিয়ে সন্তুষ্ট আছি। তবে উন্নত প্রক্রিয়ায় ও আরো ব্যাপক ভাবে অভিজ্ঞ ডাক্তার বাড়ানোর মাধ্যমে সেবা দেয়ার দাবী জানান তারা।
হাসপাতালের বর্তমান নিয়মিত চিকিৎসক সমর কুমার সরকার,(পাহাড়তলী চক্ষু হাসপাতালের ওপিটিসি, পিইসি ইনচার্জ) জানান, যুগোপযোগী যন্ত্রাংশ ও সেবা দানের উন্নত মাধ্যম থাতলেও বর্তমানে রোগী কিছুটা কম রয়েছে। প্রচার প্রচারনা ও সকলের সহযোগিতায় আশা করি ভবিষ্যতে রোগীর সংখ্যা বাড়বে এবং এজন্য আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকলের আন্তরিক সহযোগিতা চাই।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,৪ জুন ২০২৩