চাঁদপুর-১ কচুয়া নির্বাচনী আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মো. গোলাম হোসেন, রাহাত চৌধুরী মামুন, শওকত হোসেন মিঞা, বাংলাদেশ কংগ্রেস দলের জামাল হোসাইন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ দলের প্রার্থী মো. সেলিম প্রধানের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
৪ ডিসেম্বর সোমবার চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের যাচাই-বাছাইয়ের দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান বিভিন্ন ত্রুটি থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করেন।
বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড. সেলিম মাহমুদ, জাতীয় পার্টির প্রার্থী অধ্যাপক ডা. একেএম শহীদুল ইসলাম, জাকের পার্টির মাসুদ আহসান ও জাসদের সাইফুল ইসলাম সোহেলের মনোনয়পত্র বৈধ ঘোষণা হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৪ ডিসেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur