কচুয়ায় স্কুলছাত্রী অপহরণ চেষ্টায় গ্রেফতার ২

চাঁদপুরের কচুয়া উপজেলার আকানিয়া নাছিরপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর এক ছাত্রীকে অপহরন চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর মা আকলিমা আক্তার বাদী হয়ে অপহরনকারী যুবক মেহেদী হাসান প্রকাশ মালুসহ ৫জনের নাম উল্লেখ ও ২/৩ জনকে অজ্ঞাত আসামী করে বুধবার সন্ধ্যায় কচুয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। যার নং- ১০, তারিখ ১১.১২.২০২৪। মামলার প্রেক্ষিতে ঘটনার মুল হোতা মেহেদী হাসান ওরপে মালুসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় এলাকা ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার দড়ি লক্ষীপুর গ্রামের আমিন মিয়ার পুত্র মেহেদী হাসান ওরপে মালু বিভিন্ন সময়ে স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাবসহ নানান ভাবে উত্যক্ত করে আসছে। বুধবার সকালে ওই ছাত্রী আকানিয়া নাছিরপুর উচ্চ বিদ্যালয়ে নিজ বাড়ি থেকে শেষ দিনের বার্ষিক পরীক্ষা দেয়ার জন্য যাচ্ছিল। এসময় হাজী বাড়ির সামনে পূর্বে ওৎ পেতে মেহেদী দলবল নিয়ে কালো মাইক্রোতে করে জোড় পূর্বক তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই ছাত্রীর ডাক চিৎকার দেয়। পরে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে ওই ছাত্রীর পরিবার পাশ^বর্তী নলুয়া ইজারা বাড়ির সামনে মাইক্রোটি স্থানীয় লোকজন আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ওই ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার ব্যবহারকারী মাইক্রো (যার নং ঢাকা মেট্রো-চ, ১২-৪৩২০) গাড়িসহ চালক মীর হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে।

কচুয়া থানার ওসি এম. আবদুল হালিম জানান, স্কুল ছাত্রীকে অপহরনের ঘটনায় তার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন এবং চালকসহ ২জনকে মামলার আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদেরও গ্রেফতারের প্রচেষ্টা চলছে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১১ ডিসেম্বর ২০২৪

Share