কচুয়ায় সেই নেতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য দিয়ে এবার নিজ দলের নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন বিতর্কিত নেতা মাও. আব্দুল লতিফ। গত শুক্রবার রাতে কচুয়ার বজুরিখোলা গ্রামে এক অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক দাবীদার মাও. আব্দুল লতিফ বলেন, ২০১৮ নির্বাচনের মতো আগামীতেও কচুয়ায় যদি এহছানুল হক মিলনকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দিলে এ আসনে খালেদা জিয়া ও তারেক রহমানও যদি নির্বাচন করে তাহলে ফেল করবে। এমন বক্তব্য ভাইরাল হলে বিতর্কে পড়ে মাওলানা আব্দুল লতিফ নামের এক বিএনপি নেতা। এ নিয়ে গত তিন দিন চাঁদপুরের কচুয়ার সাচার এলাকার রাগদৈল বাজারে বিতর্কিত ওই নেতা আব্দুল লতিফের শাস্তি ও গ্রেফতারের দাবীতে বিক্ষোভে ফেটে পড়ে নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকেলে মিলন সমর্তিথ ১নং সাচার ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে রাগদৈল বাজার থেকে একটি মিছিল বের করে বজুরীখোলা গ্রামে প্রদক্ষিন শেষে বজুরীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সাচার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. হাফিজুর রহমান মজুমদারের সার্বিক আয়োজনে ও পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম সরকার, ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মো. সোহেল রানা, যুগ্ন সাধারন সম্পাদক মো. আলম প্রধান, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান জুয়েল, বিতারা ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক দেলোয়ার হোসেন পাটওয়ারী ও পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহপরান প্রমুখ। এসময় উপজেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক শিশির, ৬নং ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক জসিম উদ্দিন সরকার, ৪নং ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক রফিক সরকার, সাংগঠনিক সম্পাদক শাহ আলম ফরাজী, ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি বাবুল হোসেন, সাধারন সম্পাদক কেফায়েত উল্লাহ, বিএনপি নেতা জাহাঙ্গীল ভূঁইয়া, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজ, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক মনির হোসেন, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি তাজির প্রধান, সাধারন সম্পাদক খোকন মজুমদার, ইউনিয়ন ছাত্রদলের সদস্য মিজানসহ দলীয় অসংখ্যা নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন।

প্রতিবাদ সভায় বক্তারা দাবী করেন, মাওলানা আব্দুল লতিফ স্থানীয় বিএনপি’র কেউ নয়। তিনি কতিপয় লোকজনের কু-পরামর্শে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্য করতে উদ্দেশ্য মূলকভাবে নিজ মনগড়া বক্তব্য দিয়েছেন। তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি মানে- খালেদা জিয়া, বিএনপি মানে তারেক রহমান। খালেদা জিয়া ও তারেক রহমানকে বাদ দিয়ে বিএনপি’র রাজনীতি আশা করা যায় না। আমরা মাও. আব্দুল লতিফের এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২৯ অক্টোবর ২০২৪

Share