পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহম উপলক্ষে কচুয়ায় বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত কচুয়া উপজেলা শাখার আয়োজনে কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়ন পরিষদ মাঠে কনফারেন্স ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত কচুয়া উপজেলা শাখার সভাপতি মুহাদ্দিস মাসউদ হোসাইন চাঁদপুরীর সভাপতিত্বে মাওলানা মো: নাসির উদ্দিন আল আবেদীর সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন, আশ্রাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ রেজাউল মাওলা হেলাল মুন্সী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত চাঁদপুর জেলা শাখার ভাইস প্রেসিডেন্ট অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মফিজুল ইসলাম আল আবেদী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত কচুয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক আলহাজ¦ মাওলানা মুফতি আবুল হাশেম শাহ মিয়াজি, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুল মান্নান, মো: ফয়সাল পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মো: মিজানুর রহমান,সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাছানাত চিশতী, অর্থ সম্পাদক এম এ আউয়াল মুজাদ্দেদী. মাওলানা আলী আশ্রাফ আলআবেদী চাঙ্গিনী আশ্রাফপুর ইউপি’র সাবেক প্যানেল চেয়ারম্যান মাষ্টার মো: সফিকুর রহমান, পারভেজ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াত জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং নবী রাসুল প্রেমিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বাংলাদেশ আহলে সুন্নাতওয়াল জামায়াত আশ্রাফপুর ইউনিয়ন শাখা কমিটির আলহাজ¦ মাওলানা আলী আশ্রাফ’কে সভাপতি ও মোঃ সাখাওয়াত হোসেন মুন্সী জগৎপুর’কে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২৭ নভেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur