কচুয়ায় ১৫ হাজার রেনু পোনামাছ অবমুক্ত করা হয়েছে। সামাজিক সংগঠন রেড রিলেশন যুব সমাজকল্যান সংস্থার উদ্যোগে তেতৈয়া ও চারটভাঙ্গা সুন্দরী খালে ১৫ হাজার বিভিন্ন প্রকারের পোনামাছ অবমুক্ত করা হয়। এ সংগঠনের আয়োজনে প্রতি বছর সামাজিক কর্মকান্ড ও নানান কর্মসূচি করে থাকে।
উল্লেখ্য যে, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে গরীব-অসহায় মানুষদের আর্থিক সহায়তা,অসুস্থ্য রোগী সেবা প্রদান,করোনাকালীন সময়ে সচেতনতা বৃদ্ধি ও সুরক্ষা সামগ্রী বিতরণ,বন্যা কবিলত মানুষের খাদ্য সহায়তা প্রদান,গরীব মেবাধী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা,অক্সিজেন সহায়তাসহ নানান ভাবে সহযোগিতা করে আসছে। ভবিষ্যতেও এমন কর্মকান্ড চলমান থাকবে বলেও জানান সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রিজন পাটোয়ারী,কাঞ্চন সরকার,অজিত সাহা ও সাজেদুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩০ জুলাই ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur