কচুয়ায় সিএনজি লাইনম্যান মনির হোসেন নিখোঁজ

চাঁদপুরের কচুয়া পৌরসভাধীন ১নং ওয়ার্ডের বালিয়াতলী গ্রামের অধিবাসী আবুল হাসানাতের পুত্র কচুয়া বিশ^রোড সুরমা বাস কাউন্টার এলাকার কচুয়া-গুলবাহার-কাশিমপুর সড়কের সিএনজি লাইনম্যান মো. মনির হোসেন দীর্ঘদিন নিখোঁজ রয়েছেন। তার ফিরে আসার প্রতিক্ষার প্রহর গুনছে স্ত্রী, শিশু কন্যা সন্তান ও বাবা-মাসহ তার পুরো পরিবার। এ ঘটনায় লাইনম্যান মো. মনির হোসেনের স্ত্রী সালমা আক্তার তার স্বামীর সন্ধান পেতে কচুয়া থানায় একটি সাধারন ডায়রী (জিডি) করেছেন। যার নং- ৫০০, তারিখ: ১৬.০৮.২০২৪।

থানায় বাদীর সাধারন ডায়রী সূত্রে জানা গেছে, বিগত বছরের ১৫ আগষ্ট সকাল ৭টার দিকে মনির হোসেন কুমিল্লা থেকে গাড়ি ক্রয় করার জন্য নগদ সাড়ে ৩ লক্ষ টাকা নিয়ে কচুয়া পৌরসভাধীন পলাশপুরস্থ ভাড়াটিয়া বাসা থেকে বের হয়ে আজও ফিরে আসেনি। পরবর্তীতে পরদিন সন্ধ্যায় তার স্ত্রী সালমা আক্তার মনির হোসেনের নিখোঁজ বিষয়ে কচুয়া থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করেছেন। ঘটনার প্রায় ৫ মাস পেড়িয়ে গেলেও মনির হোসেন বাড়ি ফিরে না আসায় ব্যাকুল হয়ে পড়ে তার পরিবার।

সালমা আক্তার জানান, আমার স্বামী কি জীবিত আছে না অন্য কিছু হয়েছে তা সঠিক বলতে পারছিনা। স্বামীর অনুপস্থিতিতে দত্ত্বক আনা একমাত্র শিশু কন্যা আফসানা আক্তার মনিরাকে নিয়ে খেয়ে না খেয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছি। আমার স্বামীর সন্ধান পেতে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করছি।

কচুয়া প্রতিনিধি, ১৬ জানুয়ারি ২০২৪

Share