কচুয়ায় সিএনজি ও প্রাইভেটকারের মুখোমুখি সংর্ঘষে তিনজন যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার সকালে কচুয়া-সাচার গৌরিপুর আঞ্চলিক সড়কের পালাখাল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলার প্রসন্নকাপ গ্রামের পারভীন বেগম,তার মেয়ে আফরিন আক্তার ও অপর একজন যাত্রী।
স্থানীয়রা জানান, প্রাইভেটকারটি ঢাকা থেকে কচুয়ার উদ্দেশ্যে আসার পথে পালাখাল হাদুর বাড়ির সামনে আসলে মোড় নিতে গেলে সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন যাত্রী গুরুতর আহত হয়।
আহতদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করা হয়। মুখোমুখি সংঘর্ষে সিএনজি ও প্রাইভেটকারটি দুমরে মুচড়ে যায়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১০ অক্টোবর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur