কচুয়ায় সিংআড্ডা উবি’র গৌরবের ৭০ বছর বর্ষপূর্তি উদযাপন
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নেচে-গেয়ে, হৈ-চৈই, ফটোশেসন, আনন্দঘন পরিবেশে এবং পূরনো স্মৃতি মূলক গল্প, দিনভর আড্ডা, মনোজ্ঞ স্বাংস্কৃতিক ও স্মরনিকার মোড়ক উন্মেচনের মাধ্যমে চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের (১৯৬৪-২০২৫ সাল পর্যন্ত) ৭০ বছর বর্ষপূর্তি উপলক্ষে বর্নাঢ্য র্যালী ও স্মৃতি চারন মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
‘সত্যিকারের বন্ধুত্ব, জীবনকে করে সুন্দর’ এ আহবানে শনিবার সকালে বিদ্যালয়ের সাবেক ছাত্র-ছাত্রীদের আয়োজনে প্রথম বারের মতো এ অনুষ্ঠানের উদ্বোধন করেন, অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান খান কাজল।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বাইছারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন ও মিজার্ আলমগীরের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুস ছাত্তার আখন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাস।
বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন খান, বিশিষ্ট ব্যাংকার খন্দকার এস.এম সালেহ উদ্দিন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. ফজলুল হক,ড.প্রফেসর মাহফুজুর রহমান ভূঁইয়া, গোলশান আরা বেগম, বিএনপি নেতা মো. মিজানুর রহমান পাঠান, জাহাঙ্গীর আলম প্রধান, গাজী মো. রোস্তম আলী, আনোয়ার হোসেন প্রধান, আলমগীর হোসেন, ইঞ্জি: শেখ ফরিদ,আবুল কাশেম,আবুল কামাল,ইউপি সদস্য মো. রুহুল আমিন, সাবেক ইউপি সদস্য মো. আমির হোসেন, আব্দুস সালাম মানিক ও মারুফ সিকদার প্রমুখ। এসময় ওই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু
২০ ডিসেম্বর ২০২৫