কচুয়া উপজেলার দহুলিয়া গ্রামে তাওহীদ একাডেমী এন্ড ইসলামিক সেন্টারের ২দিন ব্যাপী সালাফী কনফারেন্স উপজেলা প্রশাসনের মাধ্যমে বন্ধ করে দেয়ার ঘটনায় প্রতিবাদ সভা করেছে সালাফী কনফারেন্স আয়োজক কমিটি।
গত মঙ্গলবার কচুয়া উপজেলা ওলামা মাশায়েখের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার ফলে বুধবার রাতে এ সালাফী কনফারেন্স বন্ধ করে দেন উপজেলা প্রশাসন।
জানা গেছে, গেলো বৃহস্পতিবার ও শুক্রবার (২ ও ৩ জানুয়ারী) কচুয়ার দহুলিয়া গ্রামে তাওহীদ একাডেমী এন্ড ইসলামিক সেন্টারের উদ্যোগে ২দিন ব্যাপী ১০তম বার্ষিক সালাফী কনফারেন্সের আয়োজন করে মাহফিল কর্তৃপক্ষ। যদিও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জেলা প্রশাসন থেকে পূর্ব অনুমতি না থাকায় এ মাহফিল বন্ধ করা হয়েছে।
তাওহীদ একাডেমী এন্ড ইসলামিক সেন্টারের মাঠে শুক্রবার দুপুরে প্রতিবাদ সভায় বক্তব্য দেন, আহলে হাদীস কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও দারুল হুদা ইসলামিক কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও পরিচালক ড. মোজাফফর বিন মহসীন বলেন, আমরা কোরআন ও হাদীসের আলোকে মানুষকে হেদায়েতের লক্ষে সালাফী কনফারেন্স আয়োজন করেছি। দেশের অন্যান্য স্থানে আমাদের এ সালাফী কনফারেন্স শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু দেশ বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে স্বাধীন হলেও আমাদের সাথে বৈষম্য করা হয়েছে। যে বা যাহারা আমাদের এ সালাফী কনফারেন্স বন্ধ করেছে তাদের প্রতি আমাদের কোন অভিযোগ নেই, আমরা চাইলে বাধাঁ উপেক্ষা করেও আমাদেও এ কনফারেন্স করতে পারতাম, কিন্তু আমরা প্রশাসনের প্রতি সম্মান জানিয়ে তা করিনি। তবে আমাদের কর্মকান্ড সম্পর্কে জানার জন্য সকলের প্রতি আহবান জানাই।
জমিয়তে আহলে হাদীস চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি ও সালাফী কনফারেন্স আয়োজক কমিটির সদস্য মো. দুলাল মিয়া বলেন, ১০ বছর যাবৎ আমরা সঠিক ধারায় এবং সুশৃঙ্খলভাবে দহুলিয়া গ্রামে এ সালাফী কনফারেন্স পালন করে আসছি। এ বছরও আমরা পূর্ব সময় নির্ধারন অনুযায়ী অনেক অর্থ ব্যায় করে মাহফিলের আয়োজন সম্পন্ন করি। কিন্তু একটি স্বার্থান্বেসি মহল আমাদের মাহফিলের এ আয়োজন বানচাল করে ব্যাপক ক্ষতি সাধন করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রশাসনের সাথে কথা বলে পূনরায় এ সালাফী কনফারেন্স করা হবে বলে তিনি দাবী জানান।
এসময় তাওহীদ একাডেমী এন্ড ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মো. জামাল হোসেন, প্রধান শিক্ষক মো. আকরামুজ্জামান, সিনিয়র শিক্ষক আব্দুল মালেক মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। একই দিনে বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্যা আহলে হাদীস অনুসারীরা শুক্রবার দহুলিয়া গ্রামে সালাফী জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩ জানুয়ারি ২০২৪