কচুয়া উপজেলার দহুলিয়া গ্রামে তাওহীদ একাডেমী এন্ড ইসলামিক সেন্টারের ১০তম ২দিন ব্যাপী সালাফী কনফারেন্স বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার কচুয়া উপজেলা ওলামা মাশায়েখের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার ফলে বুধবার রাতে এ সালাফী কনফারেন্স বন্ধের নির্দেশ দেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী। ফলে মাহফিল আয়োজক কমিটি ও তাদের ভক্তবৃন্দের মাঝে চরম ক্ষোভ ও অসন্তুষ্টি দেখা দিয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার ও শুক্রবার (২ ও ৩ জানুয়ারী) দহুলিয়া গ্রামে কচুয়ার তাওহীদ একাডেমী এন্ড ইসলামিক সেন্টারের উদ্যোগে ২দিন ব্যাপী বার্ষিক সালাফী কনফারেন্সের আয়োজন করেন। ওই মাহফিল নিয়ে বিভিন্ন অভিযোগ এনে বন্ধের দাবীতে মঙ্গলবার কচুয়া বিশ^রোড ও বাজারে বিক্ষোভ মিছিল করে কচুয়া উপজেলা ওলামা মাশায়েখ বৃন্দ।
এব্যাপারে কচুয়া তাওহীদ একাডেমী এন্ড ইসলামিক সেন্টারের ভারপ্রাপ্ত সভাপতি মো. দুলাল মিয়া মুঠোফোনে বলেন, ১০ বছর যাবৎ আমরা সঠিক ধারায় এবং সুশৃঙ্খলভাবে দহুলিয়া গ্রামে এ মাহফিল পালন করে আসছি। এ বছরও আমরা পূর্ব সময় নির্ধারন অনুযায়ী অনেক অর্থ ব্যায় করে মাহফিলের আয়োজন সম্পন্ন করি। কিন্তু একটি স্বার্থান্বেসি মহল আমাদের মাহফিলের এ আয়োজন বাঞ্চাল করে ব্যাপক ক্ষতি সাধন করেছে।
এব্যাপারে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী জানান, মাহফিল করতে ডিসি মহোদয়ের অনুমতি লাগে। এ ক্ষেত্রে কচুয়া তাওহীদ একাডেমী এন্ড ইসলামিক সেন্টারের ২ দিন ব্যাপী সালাফী কনফারেন্সের অনুমতি নেয় নি কর্তৃপক্ষ। তাই অনুমতি না থাকায় তাদের এ সালাফী কনফারেন্স বন্ধ করা হয়েছে।
কচুয়া প্রতিনিধি, ২ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur