কচুয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুবসহ গ্রেফতার ৩

চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: মাহবুব আলমসহ ৩জনকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে পৌরসভাধীন কোয়া এলাকা থেকে সাবেক উজেলা চেয়ারম্যান মাহবুব আলম, পৌর যুবলীগ নেতা মহিতুল ইসলাম ফরহাদ ও উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ওমর খৈয়াম বাগদাদী রুমিকে গ্রেফতার করা হয়। পরে তাদের চাঁদপুরের আদালতে প্রেরন করা হয়।

এ ব্যাপারে কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম জানান, সাবেক উজেলা চেয়ারম্যান মাহবুব আলমকে চাঁদপুর সদর মডেল থানার ও অপর দুইজন পৌর যুবলীগ নেতা মহিতুল ইসলাম ফরহাদ ও শিক্ষক ওমর খৈয়াম বাগদাদী রুমিকে কচুয়া থানার মামলার আসামী হিসেবে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কচুয়া প্রতিনিধি/ ১৮ সেপ্টেম্বর ২০২৫