কচুয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মনির গ্রেফতার

চাঁদপুরের কচুয়ার ১নং সাচার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাচার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. মনির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় সাচারের কান্দিরপার গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন, কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম।

থানা ও বিভিন্ন সুত্রে জানাগেছে, বিগত আওয়ামী সরকার সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন তিনি। ২০২২ সালে কচুয়ার বদরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি’র ইফতার মাহফিলে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের গাড়ী হামলা ও ভাঙচুরের দায়েরকৃত মামলার আসামী তিনি।

কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম গ্রেফতারের নিশ্চিত করে বলেন, আগামীকাল বৃহস্প্রতিবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩০ জুলাই ২০২৫