চাঁদপুরের কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কাদলা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম লালু কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার গুলবাহার গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) রাশেদুল হক বলেন, পুলিশের একটি দল তাকে গ্রেফতার করেছে। পরে তাকে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৮/৯/১০/১২ ধারায় চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
জানা গেছে, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু কচুয়া আসনের আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরের ঘনিষ্ঠ অনুসারী ছিলেন। গত বছর আওয়ামী লীগের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের পর অন্যান্য আওয়ামী লীগের নেতাদের মতো মো. রফিকুল ইসলাম লালু এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৯ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur