চাঁদপুরের কচুয়ায় শিক্ষা, সংস্কৃতি,সামাজিক ও বিভিন্ন ক্ষেত্রে বিগত সময়ে বিশেষ অবদান রাখায় গুনী ব্যক্তিদের সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার ‘সাপ্তাহিক শিকড় সংবাদ’ পত্রিকার ২য় বর্ষপূর্তি উপলক্ষে কলাকোপা এশা-প্রিতুল কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে বেশ কয়েক গুনী ব্যক্তিদের এ সংবর্ধনা দেয়া হয়।
পত্রিকার সম্পাদক জিসান আহমেদ নান্নু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ লি. পরিচালক মো. রফিকুল ইসলাম রনি।
ধারাভাষ্যকার মো. করিব হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, নোয়াখালী জেলার সিনিয়র এএসপি মো. নবীর হোসেন, কচুয়া থানার ওসি এম. আব্দুল হালিম, বিশিষ্ট সমাজ সেবক মো. মিজান সরকার, আব্দুল্লাহ আল মামুন,অধ্যক্ষ আজিজুর রহমান মিন্টু, মো. আজিজুর রহমান পাটওয়ারী, বিএসএমইউ (পিজি হাসপাতাল)’র রেন্টকালেক্টর মো. সাজেদুল হাসান,কচুয়া বার্তা’র সম্পাদক মো. আলমগীর তালুকদার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, সাধারন সম্পাদক এমদাদ উল্যাহ, সাবেক সভাপতি আবুল হোসেন, বিতারা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মনির হোসেন ও মাঝিগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, কচুয়া উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক গাজী রশিদ, মুগদা থানা ছাত্রদলের সদস্য সচিব মো. মারুফ সিকদার প্রমুখ।
কচুয়া প্রতিনিধি, ২২ নভেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur