চাঁদপুরের কচুয়ায় সাপের দংশনে ফজিলতের নেছা (৫৮) নামের এক নারীর করুন মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার দোয়াটি গ্রামের হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ওই নারী একই গ্রামের মৃত আব্দুর রবের স্ত্রী।
নিহতের দেবর রফিকুল ইসলাম চাঁদপুর টাইমসকে জানান, মঙ্গলবার সন্ধ্যায় ফজিলতের নেছা মুরগির খোপে হাত দিলে ডান হাতে বিষধর সাপ দংশন করে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে। ওই হাসপাতালে ফজিলতের নেছার মৃত্যু হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,১৯ জুলাই ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur