ভারতীয় উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা ঐতিহ্যবাহী চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব পালিত হয়েছে। রোববার দুপুরে হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী ভক্তবৃন্দের উপস্থিতিতে আসন্ন রথ উৎসবকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এ স্নান যাত্রা উৎসব মুখর পরিবেশে পালন করা হয়েছে।
রথযাত্রা উৎসব কমিটির সভাপতি শুকদেব গোস¦ামীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক প্রদীপ কুমার গোপের পরিচালনায় এসময় সাচার জগন্নাথ ধাম, পুজা ও সাংস্কৃতিক সংঘের সভাপতি বটু কৃষ্ণ বসু, সাধারন সম্পাদক বাসু দেব সাহাসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ১৯ জুন মঙ্গলবার প্রথম রথযাত্রা উদযাপিত হবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৬ জুন ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur