কচুয়ায় সাচারে হাজারও ভক্তবৃন্দের উপস্থিতিতে স্নান যাত্রা উৎসব সম্পন্ন

ভারতীয় উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা ঐতিহ্যবাহী চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার শ্রী শ্রী জগন্নাথ দেবের ১৫৭তম রথযাত্রা উপলক্ষে ব্যাপক আয়োজনে স্নান যাত্রা উৎসব পালিত হয়েছে। শনিবার দুপুরে হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী ভক্তবৃন্দের উপস্থিতিতে আসন্ন রথ উৎসবকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এ রথযাত্রা স্নান যাত্রা উৎসব মুখর পরিবেশে পালন করা হয়েছে।

রথযাত্রা উৎসব কমিটির সভাপতি শুকদেব গোস¦ামীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক প্রদীপ কুমার গোপের পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, সাচার জগন্নাথ ধাম, পুজা ও সাংস্কৃতিক সংঘের সভাপতি বটু কৃষ্ণ বসু, সাধারন সম্পাদক বাসু দেব সাহা, রথযাত্রা পরিচালনা কমিটির সহ-সভাপতি দিবাকর সাহা, সাগর পোদ্দার, সহ সাধারন সম্পাদক নিমাই সরকার, সদস্য প্রিয়তোষ পোদ্দার, মানিক ভৌমিক, উপজেলা পূজা উদযপান পরিষদের সভাপতি ফনি ভূষন মজুমদার তাপু ও সাধারন সম্পাদক বিকাশ সাহাসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, আগামী ৭ জুলাই রবিবার প্রথম রথযাত্রা ও ১৪ জুলাই উল্টো রথযাত্রা উদযাপিত হবে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২২ জুন ২০২৪

Share