অসুস্থ্যতার কাছে বারবার হেরে যাচ্ছে সাংবাদিক বিল্লাল মাসুম। অসুস্থ্যতা তাকে যেন পিছুই ছাড়ছে না। গ্যাসটি লিভারজনিত কারনে অসুস্থ্য হয়ে হাটু ফুলে যাওয়ায় চলাফেরা কষ্টে দিন কাটাচ্ছে সাংবাদিক বিল্লাল মাসুম। কয়েক মাস পূর্বে এ রোগে অসুস্থ্য হয়ে ঢাকা পিজি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তরের পরামর্শ নিয়ে ওষুধ সেবন শেষে কিছুদিন ভালো থাকলেও পুনরায় অসুস্থ্য হয়ে পড়েন তিনি।
ঈদুল ফিতরের ২দিন আগে এ রোগে আক্রান্ত হলে দাউদকান্দির গৌরিপুর স্বদেশ হাসপাতালে এশিয়ার বিখ্যাত গ্যাস্ট্রো লিভার স্পেশালিস্ট অধ্যাপক ডা. আব্দুল মবিন খানের চিকিৎসা গ্রহন করেন। আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পরামর্শ দেন তিনি।
আগামী দিন মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য ঢাকা যাচ্ছেন সাংবাদিক বিল্লাল মাসুম। তার সুস্থ্যতার জন্য দোয়া ও আর্থিক সহযোগিতা চেয়েছেন সাংবাদিক বিল্লাল মাসুমের পরিবার। কেউ তার চিকিৎসায় সহযোগিতা করতে চাইলে ০১৮১১৩৮৭৭৯৪ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৪ এপ্রিল ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur