কচুয়ায় সাংবাদিক এমদাদ উল্যাহ’র পিতৃবিয়োগ, দাফন সম্পন্ন

দৈনিক নয়া দিগন্ত পত্রিকার কচুয়া (চাঁদপুর)উপজেলা সংবাদদাতা, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কুমিল­াস্থ আড্ডা ডিগ্রী কলেজের প্রভাষক মো: এমদাদ উল্যাহ’র বাবা বিশিষ্ট সমাজসেবক মো: আবিদ আলী মুন্সী আর বেচেঁ নেই। তিনি শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে কচুয়া উপজেলার খিড্ডা গ্রামে তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল­াহি……………রাজিউন) তিনি বার্ধক্য জনিত কারণে কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি ৪ ছেলে ১ মেয়ে এবং অসংখ্য নাতি নাতনি আত্মীয়- স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

শনিবার খিড্ডা বাজার সংলগ্ন জামে মসজিদ মাঠে বা’দ আসর জানাজা শেষে মরহুমের প্রতিষ্ঠিত খিড্ডা হযরত আবু বকর ছিদ্দিক (রা:) কমপ্লেক্সের পাশে গণ কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের জানাজার নামাজ পড়ান, কচুয়া উপজেলা জামায়াত ইসলাম মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী। এসময় কচুয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ আলী সিদ্দিকি, কচুয়া পৌর জামায়াতের আমীর অধ্যক্ষ শাহ্ মুহাম্মদ জাকির উল্লাহ শাজুলীসহ কচুয়ার অসংখ্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও মুসল্লিগন উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১১ অক্টোবর ২০২৫