Home / উপজেলা সংবাদ / কচুয়া / আমরা সকলে মিলে কচুয়াকে এগিয়ে নিতে চাই: ইউএনও
কচুয়া

আমরা সকলে মিলে কচুয়াকে এগিয়ে নিতে চাই: ইউএনও

চাঁদপুরের কচুয়ায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেল কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। ৭ ডিসেম্বর রোববার দুপুরে উপজেলা হলরুমে এ মতবিনিময় সভায় তিনি বলেন, সাংবাদিকরা মানুষের চোখ ও কান। সাধারন মানুষ যা দেখে না সাংবাদিকদের তথ্য সংগ্রহের মাধ্যমে তা চোখ দিয়ে দেখে এবং কান দিয়ে শোনে। তাই সর্বপ্রথম সাংবাদিকদের নীতি নৈতিকতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।

তিনি বলেন, প্রশাসন ও মিডিয়া একে অপরের পরিপূরক। সুতরাং আপনারা প্রশাসনকে সহযোগিতা করবেন। আমরা সকলে মিলে কচুয়াকে এগিয়ে নিতে চাই। বিশেষ করে কচুয়ার অগ্রগতি ও উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আবু নাসির। কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: এমদাদ উল্যাহর পরিচালনায় বক্তব্য দেন, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হোসেন, আমলগীর তালুকদার, সাবেক সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু, মানিক সরকার, আহসান হাবিব সুমন, সাংবাদিক জহিরুল ইসলাম প্রধান, ফখরুল ইসলাম, মাসুদ রানা, ইসমাইল হোসেন বিপ্লব, শাহ ইমরান খান, আমির হোসেন, আবু নোমান, আবু ইউসুফ, অপু ভৌমিক প্রমুখ। পরে সাংবাদিকদের পক্ষ থেকে নবাগত ইউএনও মাহমুদুল হাসান রাসেলকে ফুল দিয়ে বরন করা হয়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৭ ডিসেম্বর ২০২৫