কচুয়া উপজেলার হোসেনপুর দক্ষিণ বাজারে রাস্তা সংলগ্ন ছোট খাল দখল করে জোড়পূর্বক কালভার্ট নির্মাণের মাধ্যমে জায়গা দখল চেষ্টার অভিযোগ উঠেছে। হোসেরপুর গ্রামের শহীদ উল্যাহ, সরাফত হোসেন, শাহজালাল গংদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
হোসেনপুর গ্রামের স্থানীয় অধিবাসী খন্দকার মো. জহিরুল ইসলাম বলেন, হোসেনপুর দক্ষিণ বাজার সংলগ্ন রাস্তার পূর্ব পাশে সরকারি হালটে ছোট খালের উপর স্থানীয় উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদনের মাধ্যমে দোকান নির্মাণ করে প্রায় ২৫ বছর যাবৎ জীবিকা নির্বাহ করে আসছি। গত ৭ মে একই এলাকার শহীদ উল্যাহ, সরাফত হোসেন, শাহজালাল গংরা আমার দখলীয় দোকান ভাংচুর করে খালে কালভার্ট নির্মাণের মাধ্যমে পিছনের জায়গা ক্রয় করে ওই জায়গা জোড়পূর্বক দখল চেষ্টা করে। আমি অসহায় গরীব মানুষ। দীর্ঘদিন এ স্থানে দোকান নির্মাণ করে সংসার চালিয়েছি। বর্তমানে আমার দোকান ভাংচুর করার ক্ষতিপূরন ও এ জায়গা ফেরত পেতে প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি।
এব্যাপারে কচুয়া উপজেলা নির্বাহি অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, বিষয়টি খোঁজ খবর নিয়ে সরকারি হালট দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।
এদিকে অভিযুক্ত শহীদ উল্যাহ গংদের বক্তব্য জানতে বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
কচুয়া প্রতিনিধি, ১৫ মে ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur