চাঁদপুরের কচুয়ায় সনাতন বৈদিক গীতা বিদ্যাপীঠ পরিবার অ্যাওয়ার্ড ২০২৩ উপলক্ষে বৃত্তি প্রদান, শিক্ষা সামগ্রী বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার বাঁচাইয়া বিএনডি ফোরাম হাই স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, ধর্ম মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাষ্টার অব ট্রেইনার সমীর চন্দ্র বিশ্বাস।
সনাতন বৈদিক গীতা বিদ্যাপীঠ উপজেলা কাউন্সিলর মানিক চন্দ্র সরকারের সভাপতিত্বে ও চাঁদপুর জেলার প্রধান সমন্বয়ক অনিক সরকার জয়ের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তোষ পোদ্দার, উপজেলা জন্মষ্টমী উদযাপন কমিটির সভাপতি সনতোষ চন্দ্র সেন, সনাতন বৈদিক গীতা বিদ্যাপীঠ গভর্নর বোর্ডের সদস্য মিশন চক্রবর্তী, উপজেলা পুজা উদযাপন কমিটির সহ-সভাপতি শিবু লাল সাহা, গীতা স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি রাজীব চন্দ্র শীল প্রমুখ।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩ নভেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur