কচুয়া উপজেলার কাঠাল বাগান এলাকায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মামুন হোসেন (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে কচুয়া-রহিমানগর কালিয়াপাড়া সড়কের কাঠাল বাগান সংলগ্ন রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মামুন হোসেন উপজেলার দক্ষিণ আশ্রাফপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা একই গ্রামের আবুল কাশেমের পুত্র মিজান (২৫) গুরুতর আহত হয়েছে।
জানা গেছে, সোমবার বিকেলে মোটরসাইকেল চালক মো. মামুন হোসেন দ্রুত গতিতে সিএনজি ওভারটেক করতে গিয়ে শাহ্ সিমেন্টের খোলা একটি ট্রাকের চাকার নিচে পৃষ্ট হয়ে যায়।
এ ঘটনায় খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেল জব্দ করেলেও ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়। কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। এবং এ বিষয়ে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৫ সেপ্টেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur