চাঁদপুরের কচুয়ায় দুই অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে হাবিব হোসেন (১১) নামের এক মাদ্রাসা মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। এতে নিহতের মা খাদিজা আক্তার ও বোন আনিশা আক্তার গুরুতর আহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার হাতিরবন্দ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাদ্রাসা ছাত্র একই উপজেলার বিতারা গ্রামের আনোয়ার গাজীর ছেলে।
নিহতের মা খাদিজা আক্তার জানান, সোমবার দুপুরে ছেলে হাবিবকে সাচারের একটি স্থানীয় মাদ্রাসা থেকে আনতে গেলে বাড়ির ফেরার পথিমধ্যে হাতিরবন্দ এলাকায় দুই অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি গাড়ি পাশ্ববর্তী খালে পড়ে যায়। ঘটনাস্থলে মাদ্রাসা ছাত্র হাবিব মাথায় গুরুতর আহত হয়ে মারা যান। এ ঘটনায় সোমবার কচুয়া থানা এসআই মো. দেলোয়ার হোসেন রাজীব সহ পুলিশ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনার পর অটোরিক্সা চালক পলাতক রয়েছেন। মাদ্রাসা ছাত্র হাবিবের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৬ জুন ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur