Home / উপজেলা সংবাদ / কচুয়ায় সংসদ সদস্য পদে ৯ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
সদস্য

কচুয়ায় সংসদ সদস্য পদে ৯ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে সংসদ সদস্য পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার পর্যন্ত প্রার্থীরা পৃথকভাবে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এসব মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এরা হচ্ছেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড. সেলিম মাহমুদ, বর্তমান সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীর, আওয়ামীলীগ নেতা আলহাজ¦ মো. গোলম হোসেন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. একেএম শহীদুল ইসলাম, জাসদ মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম সোহেল ও অন্যান্য দল থেকে মাসুদুল আহসান, সেলিম প্রধান, শওকত হোসেন মিঞা ও রাহাত চৌধুরী মামুন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৮ নভেম্বর ২০২৩