Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় সাবেক ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন
সংবাদ

কচুয়ায় সাবেক ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

চাঁদপুরের কচুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ইব্রাহিম সরকার সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ায় ও সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) ভিডিও ভাইরাল হওয়ার বিষয়ে প্রকৃত ঘটনা তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার দুপুরে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের উপস্থিতিতে সাচার বাজারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাবেক ছাত্রনেতা মো: ইব্রাহিম সরকার দাবী করেন, সাচার বাজার এলাকায় বায়েকে নির্মিত ঔষধ ফ্যাক্টরীটি আমার স্ত্রীর বড় ভাইয়ের। ওই দিন আমি ওই ফ্যাক্টরীর চলমান কাজের তদারকি করতে যাই।

এ সময় কাজের অনিয়ম নিয়ে কর্মচারী সাফায়েত হোসেনের সাথে আমার কথা কাটাকাটি ও তর্কবির্তক হয়। যেহেতু ঔষধ ফ্যাক্টরীটি আমার আত্মীয়ের তাই চাঁদা চাওয়ার প্রশ্নই উঠে না। একটি কুচক্রী মহল গোপনে ভিডিও ধারন করে আমাকে এলাকায় সামাজিক ও রাজনৈতিক হেয়প্রতিপন্ন করতে ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ও টিভি মিডিয়ায় প্রচার করেন। আমি প্রতিপক্ষ রাজনৈতিক প্রতিহিংসার শিকার। যা মূলত মিথ্যা ও ভিত্তিহীন আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ওই দিেেনর ঘটনায় আমরা যেহেতো পরস্পর আত্মীয় তাই বিষয়টি স্থানীয়ভাবে নিজেদের মধ্যে মিমাংসীত হয়ে ভূল বুঝাবুঝি নিরশন করেছি।

এ সংবাদ সম্মেলনে ফ্যাক্টরী কর্মকর্তা সাফায়েত হোসেন, ভগ্নীপতি আব্দুর রশিদ,ভাই ফারুক হোসেনসহ বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৩ ফেব্রুয়ারি ২০২৫