চাঁদপুরের্ কচুয়া সাব রেজিষ্ট্রি অফিসের ষ্ট্যাম্প ভেন্ডার ও উপজেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির উপদেষ্টা একেএম তোফাজ্জল হোসেন আর বেঁচে নেই (ইন্নালি…. রাজিউন)। তিনি বুধবার হৃদরোগে আক্রান্ত হলে ঢাকা শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। মৃত্যুকালে স্ত্রী,১ ছেলে ও ২ মেয়েসহ বহুগুনগাহী রেখে গেছেন।
শুক্রবার সকালে মরহুমের জানাযা শেষে কচুয়া মুন্সী বাড়ির পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩০ জানুয়ারি ২০২৫