চাঁদপুরের কচুয়ায় সহদেবপুর গ্রামের অধিবাসী নীরিহ মনোহর আলী ওরফে মনির হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
সোমবার বিকেলে উপজেলালর সহদেবপুর জামালিয়া ওয়াদুদিয়া নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার শত শত নারী-পুরুষ, ছাত্র-যুব সমাজ অংশগ্রহণ করে।
প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে স্থানীয় বক্তারা বলেন, মনোহর আলী একজন সহজ-সরল ও নিরীহ মানুষ। তাকে পারিবারিকভাবে হেয়পতিপন্ন করার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক ভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তারা অবিলম্বে মামলাটি প্রত্যাহার করে তার মুক্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য হান্নান মিয়া, মামুন, জাকির পাটোয়ারী, গোলাম মোস্তফা, মিলন বেগম, সাবেক মহিলা মেম্বার নাসিমা আক্তার, শামীম হোসেন, মাহফুজা বেগম, সুখী বেগম প্রমুখ।
পরে এলাকাবাসী গণস্বাক্ষরের মাধ্যমে তার মুক্তির দাবি জানান এবং শতশত নারী-পুরুষের অংশগ্রহণে একটি মিছিল বের করা হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২২ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur