কচুয়ায় শ্রীকৃষ্ণের জন্মদিনে র্যালী ও সভা
চাঁদপুরের কচুয়ায় ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে জন্মাষ্টমী উদযাপন পরিষদ উপজেলা শাখার উদ্যোগে শনিবার বর্ণাঢ্য বনার্ঢ্য র্যালী বের করা হয়েছে। কচুয়া সরকারি ডিগ্রি কলেজ গেইট থেকে বর্ণাঢ্য র্যালীটির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী। পরে র্যালীটি কচুয়া বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন হয়ে কড়ইয়া মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি মানিক ভৌমিক এর সভাপতিত্বে সাধারন সম্পাদক উজ্জ্বল কৃষ্ণ মজুমদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি, কচুয়া থানার ওসি মো: আজিজুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ফনী ভূষন তাপু, সাধারন সম্পাদক বিকাশ সাহা, প্রধান সমন্বয়ক রতন চন্দ্র ভৌমিক, উপদেষ্টা সন্তুষ চন্দ্র সেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি শিবু লাল সাহা, অজিত কুমার কর, কোষাধ্যক্ষ কার্তিক চন্দ্র ঘোষ, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার ও উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির কোষাধ্যক্ষ জয় দেব কর্মকার জয়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
একই দিনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমি উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন নেচে গেয়ে আনন্দ উৎসব পরিবেশে র্যালী শেষে কড়ইয়া কেন্দ্রীয় মন্দিরে আলোচনা সভায় একত্রিত হয়। এসময় উপজেলার বিভিন্ন এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,১৬ আগস্ট ২০২৫