কচুয়ায় বিভিন্ন কলেজ, উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার গুনগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সাথে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ প্রধান অতিথি হিসেবে মতবিনিময় করেছেন ।
মঙ্গলবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রসাদ কুমার ভাওয়ালের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার কে.এম সোহেল রানার পরিচালনায় বক্তব্য রাখেন, আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিন উল্লাহ, তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম পাটওয়ারী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক মো. ইলিয়াস মিয়া ও সদস্য সচিব আলাউদ্দিন সোহাগসহ আরো অনেকে। এসময় কচুয়া উপজেলার বিভিন্ন কলেজ, উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২১ জানুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur