চাঁদপুরের কচুয়া উপজেলার ১৪নং বিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র উপদেষ্টা ও বিশিষ্ট ব্যাংকার মো: মামুনুর রশিদ মোল্লা।
উপজেলা সহকারী শিক্ষা অপিসার মো: আক্তার হোসেনের সভাপতিত্বে ও বিদ্যালয় প্রধান শিক্ষক মো: নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান মোল্লা, বিতারা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মনির হোসেন, বিতারা পূর্ব ইউনিয়ন বিএনপি’র সভাপতি ডা. আনিছুর রহমান, বিদ্যালয়ের সাবেক সভাপতি মাসুদুর রহমান মোল্লা ও সাবেক ইউপি সদস্য আব্দুর রব মেম্বার প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র উপদেষ্টা ও বিশিষ্ট ব্যাংকার মো: মামুনুর রশিদ মোল্লার সার্বিক অর্থায়নে ওই বিদ্যালয়ের সকল মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরন দেয়া হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২২ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur