কচুয়ায় শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ক্লাস পার্টি

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনে শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি ও উদ্ধুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত জমকালো আয়োজনে, বিদ্যালয়ের প্লে থেকে ৪র্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ক্লাস পার্টি ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় এলাকাবাসী একত্রিত হয়ে এক মিলনমেলার রূপ নেন। শিক্ষার্থীদের উদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয়ে এই ধরনের আয়োজন করা হয়। প্রতি শ্রেণি কক্ষে কেক কেটে ক্লাস পার্টি পালন করা হয়, যা বিদ্যালয়কে এক মনোমুগ্ধকর পরিবেশে পরিণত করে। এ আয়োজনে শিক্ষার্থী এবং অভিভাবকরা আনন্দে মেতে ওঠেন।

পরে, ৫ম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীরা তাদের মনোমুগ্ধকর আবৃত্তি উপস্থাপন করেন। তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনের শিক্ষার্থীদের অভিভাবকরা বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতেও শিক্ষার ভালো ফলাফল অর্জনে শিক্ষক ও পরিচালনা পর্ষদের ভূমিকা থাকবে এমন আশা প্রকাশ করেন।

তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনের সভাপতি মো. আব্দুল মোতালেব মোল্লার সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক সাকিব আল হাসান জুয়েলের পরিচালনায় অনুষ্ঠানটি চলে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রিয়েল ভিশন গ্রুপের চেয়ারম্যান মাওলানা ওমর ফারুক, বিশিষ্ট শিক্ষানূরাগী মো. সুলতান আহমেদ, সাবেক ইউপি সদস্য আলহাজ মোখলেছুর রহমান, সাংবাদিক জিসান আহমেদ নান্নু, মাসুদ রানা, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য লিটন মিয়া, মহসীন প্রধান, আব্দুর রহমান, জাহাঙ্গীর আলম প্রধান, অভিভাবক জাহাঙ্গীর আলম সরকার, মোস্তফা কামাল প্রমুখ।

পরিশেষে শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন পালাখাল ছালেহিয়া আলিম মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল কুদ্দুস খান।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩ ডিসেম্বর ২০২৪

Share