চাঁদপুরের কচুয়ায় সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার প্রতিনিধি ও পাঠকদের সাথে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে কচুয়া পৌর সুলতান ভূঁইয়া কমপ্লেক্সে পত্রিকার অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা করা হয়।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিসান আহমেদ নান্নুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাজীপুর সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. রিফায়েত উল্যাহ শরীফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মানিক ভৌমিক, পত্রিকার উপদেষ্টা মো: আতাউল করিম ও প্রধান সম্পাদক মো. বোরহান উদ্দিন মজুমদার। এসময় পত্রিকার প্রতিনিধি আফাজ উদ্দিন মানিক, আহম বশির, মাসুদ রানা, সাইফুল ইসলাম সুমন, ফয়সাল আহমেদ, শান্তু ধর, রাজীব চন্দ্র শীল, জুয়েল রানা, রায়হান মিয়া, হারুনুর রশিদ, রাজীব সরকার, ইমতিয়াজ হোসেন রাব্বি, আইটি ইনচার্জ নাফিসুর রহমান তামিম ও পাঠকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৫ এপ্রিল ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur