চাঁদপুরের কচুয়া উপজেলার আটোমোড় গ্রামে ৪০ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী খোকন শিকারী দীর্ঘ ১২দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি গত বৃহস্পতিবার (২১ আগষ্ট) প্রতিবেশি পিকআপ চালক হাসানের সাথে যাত্রাবাড়ি ছাগল বাজারে গিয়ে নিখোঁজ হন। এর পর থেকে তাকে কোথাও খুজেঁ না পেয়ে দিশেহারা হয়ে পড়ে খোকনের পরিবার। শারীরিক প্রতিবন্ধী খোকন সঠিকভাবে উচ্চারন করে কথা বলতে পারে না। তার সন্ধানে যাত্রাবাড়ি থানায় তার ভাতিজা হানিফ মিয়া বাদী হয়ে একটি সাধারন ডায়রী করেছেন। যার নং-২৪৪৭, তারিখ: ২২.০৮.২০২৫ খ্রি। নিখোঁজ খোকন মিয়া কচুয়া উপজেলার আটোমোড় গ্রামের শিকারী বাড়ির ধনু শিকারীর ছেলে।
পিকআপ চালক হাসান মিয়া জানান, ঘটনার দিন খোকন শিকারী আমার সাথে কুমিল্লার নিমশার বাজাওে যান। সেখানে থেকে ফেরার পথে গৌড়িপুর এসে তাকে বাড়িতে চলে যেতে বললে সে বাড়ি না গিয়ে আমার সাথে যাবে বলে জানায়। এক পর্যায়ে ওইদিন মধ্য রাতে আমরা খাবার খেয়ে বাড়িতে ঘুমিয়ে গেলে ভোড় রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে খোকনকে আর দেখতে পাইনি। বর্তমানে তাকে খুজেঁ পাওয়ার জন্য পোষ্টার, মাইকিংসহ বিভিন্ন যায়গায় হন্য খুজেঁ বেরাচ্ছি।
স্থানীয় ইউপি সদস্য বাবুল মিয়াজী জানান, খোকন শিকারী খুবই নিরীহ প্রতৃতির লোক। এলাকায় কারো কোন ক্ষতি করেনি। স্থানীয় আটোমোড় মোল্লা মার্কেটে বিভিন্ন লোকজনের বাজার-সদাই মানুষের বাড়ি বাড়ি পৌছে দিয়ে সহযোগিতা করতো। আমরা তার দ্রুত সন্ধান চাই।
নিখোঁজ বাবুল শিকারীর ভাই জামাল হোসেন ও বোন হাজেরা বেগম জানান, আমার ভাই জন্মগত ভাবেই সহজ-সরল প্রকৃতির। খাবার দিলে খায় না দিলে চায় না। এলাকায় কারো কোন ক্ষতি করেনা। আমার ভাইকে আমরা উদ্ধারে দেশবাসীর সহযোগিতা চাই। কোন সহৃদয়বান ব্যাক্তি নিরীহ খোকন শিকারীর সন্ধান পেলে ০১৮২৭৭৫১১০৬ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur