হিন্দু সম্প্রদায়ের আসন্ন শারদীয় দুর্গাপুজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলকসভা ও সম্প্রীতি সমাবেশ করা হয়েছে। ২ অক্টোবর বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথমে সকাল ১০ টায় উপজেলার ৩৯টি পুজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন উপজেলা প্রশাসন। দুপুর ১২ টায় একই স্থানে হিন্দু সম্প্রদায় ও তাদের উপজেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবন্দের সাথে মতবিনিময় সভা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি’র পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, কচুয়া থানা অফিসার ইনচার্জ এম. আবদুল আলিম, উপজেলা বিএনপির একাংশের সভাপতি খায়রুল আবেদীন স্বপন, উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির প্রধান, সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম, উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক শাহাজালাল প্রধান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, মুক্তিযুদ্ধা সংসদের কমান্ডার আবদুল মবিন, শাজুলীয়া দরবার শরীফের পীর মাওলানা আবুল হাসান শাহ মুহাম্মদ রুহুল্লাহ শাজুলী, কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জাকির উল্লাহ শাজুলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিকাশ সাহা প্রমুখ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২ অক্টোবর ২০২৪