কচুয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় বৃহস্পতিবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে, উপজেলা হলরুমে এ আলোচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: মাহবুব উল আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির।

বক্তব্য দেন, এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মবিন, ডেপুটি কমান্ডার আলহাজ¦ জাবের মিয়া, ওসি মিজানুর রহমান, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাসুদুল হাসান, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৩ ডিসেম্বর ২০২৩

Share