চট্টগ্রাম জেলা অবসরপ্রাপ্ত ত্রান ও পূনর্বাসন কর্মকর্তা ও বিশিষ্ট সমাজসেবক মো. শহীদ উল্যাহ মিয়াজী’র ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ মাহফিল ও কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৯ মে) দুপুরে প্রয়াত শহীদ উল্যাহ মিয়াজীর নিজ গ্রাম কচুয়া উপজেলার সুবিদপুর গ্রামের মিয়াজী বাড়িতে মরহুমের পরিবারের আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মো. হুমায়ুন কবীর মিয়াজী, কচুয়া বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী ওমন ফারুক মিয়াজী, মরহুমের জৈষ্ঠ পুত্র গাজীপুর সিটি মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য, ব্যবস্থাপনা পরিচালক ডা. রিফায়েত উল্যাহ শরীফ, বঙ্গমাতা কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন প্রধানসহ মরহুমের পরিবার পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাক্সক্ষী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৯ মে ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur