কচুয়ায় রোস্তম আলী মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত
কচুয়ার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের দাতা, চট্রগ্রাম ও সিলেট বিভাগের পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক পরিচালক মোঃ রোস্তম আলী মিয়ার ১৭তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে মরহুমের নামে প্রতিষ্ঠিত পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজ মিলনায়তনে দোয়া, মিলাদ ও স্বরণসভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ ফজলুল হকের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক আবুল খায়েরের পরিচালনায় বক্তব্য দেন,সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম, প্রভাষক সিহাব হোসেন ও ইউপি সদস্য মোঃ শাহজালাল মিয়া সহ আরো অনেকে ।
পরে মরহুমের জান্নাতময় জীবন কামান করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, কলেজের ইসলামের ইতিহাস এর প্রভাষক মাও: মো: আবু জাফর। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক,শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু/
৪ ডিসেম্বর ২০২৫