কচুয়ায় রাসেল আহমেদ শান্তর গণসংযোগ ও প্রচারনা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-১ কচুয়া আসনে জাতীয় নাগরিক পার্টি-এসনিপি’র মনোনয়ন প্রত্যাশী মো: রাসেল আহমেদ শান্তর গণসংযোগ ও আনুষ্ঠানিক প্রচার-প্রচারনায় নেমেছেন। তিনি শুক্রবার বিকেলে ঢাকা থেকে কচুয়ায় প্রচারনার উদ্দেশ্যে মোটরসাইকেল ও সিএনজি নিয়ে শোডাউন করেন। কচুয়ার প্রবেশপথ বারৈয়ারা থেকে অসংখ্যা নেতাকর্মীরা তাকে মটরসাইকেল নিয়ে স্বাগত জানিয়ে পথে পথে শো ডাউন ও মিছিলের মাধ্যমে কচুয়ায় আসেন।
পরে তিনি শুক্রবার সন্ধ্যায় কচুয়া বিশ্বরোডে সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে বিশ্বরোড ও কচুয়া বাজারে শাপলা কলি প্রতীকে সমর্থন চেয়ে প্রচারনা করেন। প্রচারনাকালে শাপলা কলি প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মো: রাসেল আহমেদ শান্ত বলেন, আমি কচুয়া থেকে এনসিপির শাপলা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী।
কচুয়াবাসী চাইলে আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি থেকে নির্বাচন করবো। আমার বিশ্বাস কচুয়াবাসী আমার পাশে থেকে সাহস জোগাবেন এবং আমার হাতকে শক্তিশালি করবেন। আপনারা আমার পাশে থাকলে দল আমাকে এনসিটি থেকে চুড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করবেন। তিনি বলেন, ৫৪ বছরে যারা এমপি হয়েছেন তারা কেউ বেকারত্ব দূরিকড়ন, কর্মসংস্থান সৃষ্টি ও শিক্ষা ব্যবস্থা উন্নত করতে পারেনি। আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে অঙ্গীকারের মাধ্যমে কাজ করতে চাই। আমার বিশ্বাস আমার সততা ও দেশপ্রেমের কারনে কচুয়ার মানুষ আমার পাশে থাকবেন। এসময় এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৫ ডিসেম্বর ২০২৫