কচুয়ায় রাধা গোবিন্দ সেবাশ্রম মন্দিরে চুরি

চাঁদপুরের কচুয়া উপজেলার ঘাগড়া গ্রামে রাধা গোবিন্দ সেবাশ্রম মন্দিরে চুরি হয়েছে। সোমবার মধ্যরাতে সুকৌশলে মন্দিরে প্রবেশ করে নগদ টাকা,মূল্যবান স্বর্নালংকার নিয়ে যায়। খবর পেয়ে মঙ্গলবার সকালে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মন্দিরের পুরোহিত জয়দাস গোস্বামী বলেন, সোমবার রাতে ধর্মীয় অনুষ্ঠান শেষ করে ঘুমিয়ে পড়ি। ভোররাতে উঠে মন্দিরে গিয়ে মূর্তি এলোমেলো ও চুরির দৃশ্য দেখতে পাই। পরে বিষয়টি মন্দির কমিটি ও পুলিশ প্রশাসনকে জানাই। এসময় মন্দিরের সিসি ক্যামেরায় রাত ২টার দিকে একজন অজ্ঞাত ব্যক্তিকে মন্দিরের উত্তরের দরজা দিয়ে প্রবেশ ও বের হতে দেখা যায়।

মন্দির কীর্তন কমিটির সভাপতি রনজিৎ দত্ত বলেন, মন্দিরে চুরির বিষয়টি দু:খজনক। এর আগে এ ধরনের ঘটনা কখনো হয়নি। চুরির বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।

খবর পেয়ে কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,কচুয়া-শাহরাস্তি সার্কেল (এএসপি) আবুল কালাম চৌধুরী,কচুয়া থানার ওসি তদন্ত হারুনুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার খেঁাজখবর নেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২৬ সেপ্টেম্বর ২০২৩

Share