Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সন্মানে ইফতার মাহফিল
রাজনৈতিক

কচুয়ায় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সন্মানে ইফতার মাহফিল

কচুয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সন্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কচুয়া বিশ^রোড অবস্থিত জমজম চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়তনে এ ইফতার মাহফিল হয়।

উপজেলা জামায়াতে ইসলামী আমীর এডভোকেট আবু তাহের মেসবাহের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা মোহাম্মদ আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহ-সাধারন সম্পাদক মুহাদ্দিস আবু নছর আশরাফী,উপজেলা নায়েবে আমীর মাষ্টার সিরাজুল ইসলাম,উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির প্রধান,সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম,উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারী মাওলানা শামসুল আলম,উপজেল্ াইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মোজাম্মেল হক,কুমিল্লা বিশ^বিদ্যালয় শাখার ছাত্রশিবিরের আমীর শাহাদাত হোসেন প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা হারুনুর রশিদ,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,সাবেক সভাপতি আবুল হোসেন,সাধারন সম্পাদক এমদাদ উল্যাহ প্রমুখ। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলাম কচুয়া উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ,বিএনপি,অন্যান্য সংগঠন,ব্যবসায়ী ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৭ মার্চ ২০২৫