Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় রহিমানগরে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা

কচুয়ায় রহিমানগরে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

কচুয়া উপজেলার রহিমানগর এলাকায় এক মাদ্রাসা ছাত্রকে জোরপূর্বক বলাৎকারের ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক শহিদুল ইসলাম (সজিব)কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে শিক্ষক শহিদুল ইসলাম (সজিব)কে গ্রেফতার করে বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করে।
জানা গেছে, উপজেলার রহিমানাগর বাজারে অবস্থিত লতিফিয়া এনামিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক শহিদুল ইসলাম সজিব সোমবার রাত ১১টার দিকে ওই মাদ্রাসার ৬ষ্ঠ তলার নাজেরা বিভাগের (আবাসিক) ১২ বছরের এক ছাত্রকে শরীর ম্যাসেজ করার কথা বলে জোরপূর্বক বলাৎকার করে এবং বিষয়টি কাউকে না জানাতে ভয়-ভীতি দেখান।
পরদিন মঙ্গলবার ওই ছাত্র কাউকে না বলে ভয়ে মাদ্রাসা থেকে পালিয়ে তার বাড়িতে গিয়ে অভিভাবকের কাছে বিষয়টি জানান। পরে ওই শিক্ষক ছাত্রকে দেখতে না পেয়ে তাদের বাড়িতে খুজতে গেলে শিক্ষক শহীদুল ইসলাম (সজিব)কে পরিবারের লোকজন আটক করে থানা পুলিশকে সোপর্দ করে।
এ ঘটনায় ছাত্রের চাচা মনু মিয়া বাদী হয়ে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেছেন যার নং ১২, তারিখ: ১৯.০৯.২০২৩।
কচুয়া থানার ওসি তদন্ত মো. হারুন অর রশীদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযুক্ত শিক্ষক শহীদুল ইসলাম (সজিব)কে মামলার প্রেক্ষিতে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২০ সেপ্টেম্বর ২০২৩